হারানোর ভয়
ভয় পেতে ভূলে গেছি,তোমায় হারিয়ে।
হারাতে শিখেছি,সেই ছোট্টবেলা থেকে।
তবুও ভয় আপনজন হারানোর।
পৃথিবীর কঠোরতার, শেষ হয় না।
আমার উপরই যে,তার সব রাগ,
তার নির্মমতা দিয়েই বুঝেছি আমি।
ভয় ভূলে, মৃত্যুর দোয়ারে দাড়িয়েছি।
মনে হল,পৃথিবী নয় মানুষ দ্বায়ী।
পৃথিবীত আমাদের সবই দিয়েছে।
আমরাই যে করেছি পৃথিবী খারাপ।
জড় বস্তুর মাঝে যে,নির্মমতা নেই
তাদের নেই কোনো কঠোরতার ভাব।
ভূল হয়নি হয়েছে বড় অপরাধ,
আমি তাই অপরাধীর কাঠগড়ায়।

No comments