|~বই~| by Goni

আমার মনের ডায়রি, খোলেছিলাম রাতের বারো ঘটিকায়, লিখেছিলাম, আজি তেরো তারিখ। জীবনের মাঝে জীবিত কাউকে দেখেছিলাম, বুঝেছিলাম আমারও কিছু চাওয়া আছে। দেখেছিলাম খোদার একটি সৃষ্টি। কত যে সুন্দর সেটি,কত যে মন আহরনী। আমি এখনো কি কল্পনায়? ভাবছি আর ভাবাচ্ছি নিজেকে, আমি মন্ত্রমুগ্ধতায় ভাসছি,
Book
🌎
তার রূপ, তার কথা, তার জ্ঞানের ভান্ডার, আমি মুহিত,আমি জিজ্ঞাসু, আমি প্রশ্নার্ত তার জানার শহর নিয়ে। সে ছিল, মোর পাঠাগারে, সে ছিল, রাস্তায় থাকা প্রতিটা দোকানে। আমি অবাক তার অস্তিত্বে। আমি বিস্মিত তার পরিধিতে, সে মোর অন্তর জয় করেছে, তার নতুনত্ত, আমায় আগ্রহী করে তুলে, আমি তার সুন্দর্যের পুজারি হয়ে যাচ্ছি, আমি পারবো না নিজেকে ফিরাতে আর, আমি তার হয়ে যাচ্ছি, সে ছাড়া জীবন বিথা,হয়ে যাবে নিঃশেষ। মনের ডায়রি বন্ধ করলাম, তালা আমার বিবেকে, পরের বারে মনের ডায়রি,খুলতে হবে আবেগে।

No comments

The Prophecy Teaser Trailer

https://youtu.be/Vmwe_wg-65c?si=TLMCyd0LHFcqL4ck Here comes a project from me and my new team oceans studio  

Powered by Blogger.