ইচ্ছান্ত
তুমিও ঘুমিয়ে পড়ো।
সকালের সূর্যটা অনেক বড়।
দেখবো দুজনে বসে।
ঘাসের সবুজ আবরণে বসবো আমরা।
ঠিক আছে?
তাকিয়ে থাকবো অন্ধকারে,
সূর্য তার রূপ দেখাবে।
আমরা শুধু চক্ষু দর্শনের আশায় থাকবো।
রাগ করবে নাতো?
সে কি আমায় দেখতে পাবে?
না মামুনি,
সে অনেক বড়।
তার নেই কোনো চোখ্,নেই কোনো নাক।
নেই কোনো শ্রোত হওয়ার যন্ত্র।
তাহলে, কেন দেখবো তাকে?
তোমার সূ্র্য আজই অস্ত যাবে,মা।
আর উদিত হবে না পূ্র্ব দিগন্তে,
আর অস্ত যাবে না পশ্চিমের মাঝে।
তোমার সূ্র্য আজই শেষ দেখা যাবে,
তোমার সূ্র্য আজই অস্ত যাবে, মা।
No comments