জলের ছায়া
রোজ বিকেলে সকাল হয়!
মজার হলেও কেমন যেন আচরণ।
গাছগুলো সব আকা বাকা।
পাতাগুলো সব বইয়ের খাতা!
মানুষ নামক বর্ষাকালটি,
ঝরে পড়ে,ঝরে পড়ে!
বসে থাকা বিরক্তময়,
বসে থাকা জঘন্য অপরাধ,
বসে থাকা বিরামচিহ্নের দূর্ব্যবহার!
কি সব বলছিস পাগল?
কি সব লিখছিস তুই?
কি সব গন্য মান্য বন্য ধর্মী কথা?
চিন্তা,ভাবনা,চেতনার মিশ্রনে বেদনার অদ্ভুত আর অন্য রকম মিশেল।
হাস্যময় হাস্যকর,হাস্য জলাতঙ্ক!
হা হা হা,এখনো কি ভুল করে যাবি?
হা হা হা,এখনি চলে যাবি?
হা হা হা,দুঃখ পাবি না জলের আবরণে?
ওটা নয়ন সম্মুখে এসেও উবে যায়,
ডিম্বাকৃতি চোখ নাকি গোলাকৃতি তার উপর নির্ভর করে চোখের কান্না!
জলজ প্রানি হলেও নয়ন ভিজে কম,
কাদে বেশি।
মিশ্রণজাত সমস্যাটার কারণেও জল আবরণ নাও থাকতে পারে।
No comments