We decided and we Divided.
আজ হয়তো বেশিকিছু জানাবো না বা জানাতে হবে না এই চিত্রটা নিয়ে। তবে এর মাঝে যা কিছু তুলে ধরা হয়েছে তা মূলত একটা অপ্রাপ্তি। মামাস আর্টের শেষে ভালো কিছু কন্টেন্টে লিখবো, এবং জানাবো। এই তো আর কয়েকটা আছে। কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করছে যে আপনাদের আমার পোস্ট কেমন লাগছে?
এই চিত্রটা প্রকাশ করছে আরেকটা ব্যর্থতার। এই ব্যর্থতা অনুভূতির প্রকাশের ব্যর্থতা। এ এক ক্ষতির বর্ণনা।
No comments