Letter 02

 

প্রিয় MdGoni
Hi,

প্রথমে আমি ইংরেজি তেই চিঠি টা লেখা শুরু করেছিলাম, কিন্তু পরে ভেবে দেখলাম যেহেতু আপনি বাংলাদেশের তাই বাংলাতে যদি আমি লিখি তাহলে হয়তো আগের দিনের মত কিছুটা ফিল পাবো...

হ্যাঁ আমি অল্প কথাই সহজে মনের ভাব প্রকাশ করতে পারি না তাই আমার লেটার গুলো বড় হয়ে যায় এবং আমি নিজেও গোছানো বড় চিঠি পড়তে খুব ভালোবাসি

ইংরেজিতে লিখতে লিখতে হঠাৎ নিজের ভাষাতেই কেমন যেনো লাগছে😅

আপনার ইংরেজি লেখার দক্ষতা  খুব ই ভালো,
আপনি চাইলে আমকে বাংলাতে ও লিখতে পারেন আবার চাইলে ইংরেজিতেও লিখতে পারেন।

আপনি আপনার জীবনে নতুন কিছু ট্রাই করতে ভয় পান না এই ব্যাপার টা বেশ ভালো লেগেছে।

কিন্তু  একজন ওভার থিংকার হিসেবে আমি জীবনের এইসব বিষয় গুলোতে খুব পিছিয়ে পড়ি।
বেশি চিন্তা, আমার জীবন কে দুর্বিষসহ করে তোলে

আপনি বলেছেন আপনি বিএফএক্স  এবং অ্যানিমেশন শিখছেন যা খুবই ক্রিয়েটিভ ফিল্ডের কাজ বলে আমার কাছে মনে হয়, 
সম্পুর্ন মনোবল দিয়ে চেষ্টা করলে ইন শা আল্লাহ অবশ্যই আপনি সফল হবেন ও জীবনের স্বপ্ন গুলো পুরোন করতে পারবেন।

আমার নাম মিমি যেটা আমি আগের চিঠিতেও লিখেছিলাম

আর হ্যাঁ আমি জানি যে একটা চিঠি গুছিয়ে লিখতে আসলেই অনেক সময় ব্যয় হয় আর অনেক সময় এই অ্যাপের গ্লিচ এই সময়টাকে আরও বাড়িয়ে দেয়,
কিন্তু তা শর্তেও যে আপনি আমাকে লিখেছেন তার জন্য মন থেকে আপনাকে ধন্যবাদ

আপনি বলেছেন আপনার কিছু প্লান্ট আছে,
আমার কিছু ফল ফুলের  গাছ আছে,
প্রতিদিনের বিকাল টাইমটা আমি তাদের পরিচর্যা এবং পানি দেওয়ার কাজে ব্যয় করার চিন্তা করি  কিন্তু কখনো হয় কিন্তু কখনো হয়না,
আমি ভুলে গেলেও আমার বাবা নিয়মিত কাছে পানি দেন।
পরের পত্রে অবশ্যই আমাকে জানাবেন আপনার কি ধরনের প্লান্ট আছে?
এবং আপনার সবথেকে পছন্দের প্লান্ট কোনটি?

আমারও ইংরেজি বইয়ের উপরে অন্যরকম একটা পছন্দ কাজ করে,
আপনার পড়া জীবনের সব থেকে সুন্দর বই গুলো বিষয়ে আমাকে অবশ্যই জানাবেন

মুভির মধ্যে আমার খুব একটা রোমান্টিক টাইপের কনটেন্ট গুলো তেমন একটা পছন্দ না 
ক্রাইম এবং মিস্ট্রি মুভি  টাইপগুলো আমার অনেক পছন্দ সেটা হোক বই বা মুভি

আপনার পছন্দের বিষয়গুলো আমাকে জানিও যেমন কোন ধরনের বই বা কোন ধরনের মুভি আপনার বেশি পছন্দ

আমি শখের বসে শুধু লেখালেখি করি, এটা আমি কোথাও পোস্ট করি না যার কারণে কোন ফেসবুক আইডিতে আমার কোন লেখা লেখি নেই,

পরবর্তী কোনো পত্রে অবশ্যই আমি আমার লেখা দুই একটা জিনিস লিখবো,
আপনি আপনার ফেসবুক লিংক  শেয়ার করতে পারেন যাতে করে আপনার লেখাগুলো আমি পড়তে পারি

একজন ইন্ট্রোভার্ট এবং ওভার থিংকার  হয়ে, এই দুইটা বিষয়  আমার জীবনকে অনেক বেশি কষ্টকর করে তোলে,
যেমন ধরুন, আমি ফোনে কথা বলতে খুবই বিরক্ত বোধ করি,
যার জন্য কেউ আমাকে কল করলে কখনোই ফোনে পায় না
ইচ্ছে করে রিসিভ করি না আর কি
ফোন কলের থেকে মেসেজে আমি বেশি পছন্দ করি,

না, আপনার লেখা চিঠিটি একদমই আমাকে বোর করেনি
বরং আপনি আমার চিঠিটি ভালো করে পড়ে তার উত্তর দিয়েছেন এবং সাথে নিজের সম্পর্কে বিস্তারিত বলেছেন বলে আমার পড়তে অনেক ভালো লেগেছে

আপনার এই মতামতের সাথে আমি পুরোপুরি একমত
যে আমরা ফ্রেন্ড চাই না, বা ফ্রেন্ডলি হতে চাই না ব্যাপারটা এমন না
বাট ইন্ট্রোভার্ট হওয়ার কারণে আমাদের আর ফ্রেন্ডলি হয়ে ওঠা হয় না
কারো সাথে বন্ডিং তৈরি হওয়ার আগ পর্যন্ত আমরা আসলে কারো সাথে খোলাখুলি ভাবে মিশতে পারিনা বলে আমার কাছে মনে হয়

আসলে আপনার মত আমার জীবনেও ডিপ কনভার্সেশন হবে এমন মানুষের অভাব।
বাট কি করা যাবে,

(বারবার গ্লিচ প্রবলেম হওয়া সত্বেও যে আপনি আমাকে লিখেছেন তার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ)

★আপনার শখের ব্যাপারে বলতে গিয়ে আপনি বলেছেন, একটি লাইব্রেরী তৈরি করে মানুষকে সেখানে পড়তে দেওয়া আপনার শখ, এই আইডিয়াটা আমার বেশ সত্যিই খুব পছন্দ হয়েছে।

★দুনিয়াবী জীবনে নিজের একটা বাড়ি এবং পছন্দের একটা গাড়ি থাকা আসলে সত্যিই খুব প্রয়োজনীয় একটা স্বপ্ন,

_কিন্তু যেহেতু আমি একটা মেয়ে,
আমি জানিনা আমি যার বাড়িতে যাব তার কি থাকবে,  তাই ভবিষ্যতে স্বপ্ন হিসেবে আমি কল্পনা করি আমি যেখানেই থাকি আমার আশেপাশের মানুষগুলো যেন আমাকে অনেক বেশি ভালোবাসে আমাকে অনেক বেশি পছন্দ করে এবং আমি যেনো ফিউচারে মন থেকে খুশি হয়ে আমার জীবন কাটিয়ে দিতে পারি।

আপনি আপনার চিঠিতে বলেছেন আপনি আপডেটেড না,
আপডেট হলেই যে কেউ অসাধারণ হয় ব্যাপারটা তো এমন নয়,
বর্তমান সময়ের সাধারণভাবে থাকাটাও একটা অসাধারণ ব্যাপার।

আমার ব্যাপারে বলতে গেলে সত্যিকারের জীবনে আমিও আসলে খুবই অন আপডেটেড
কারণ আমার আশেপাশে আমার বয়সী মেয়েরা কেউ মেকআপ করে না এরকম কেউ নাই
অথচ মেকআপ করার কোন জিনিসপাতি এখনো পর্যন্ত আমার নেই,
কোন হেয়ার স্টাইল পারি না
অনেক কষ্টে শুধু বেণী করাটা শিখেছি।
ফিনান্সিয়াল কারনে এগুলো করছি না ব্যাপারটা এমন না,
আমার আসলে মন ই চায় না এগুলো করতে।

★আপনি আপনার পত্রে লিখেছেন আপনি একজন ভালো মানুষ না
অথচ আপনার শখ হচ্ছে লাইব্রেরী তৈরি করে মানুষকে পড়তে দেওয়া
তাই আমি বিশ্বাস করি আপনার অজান্তেই আপনি একজন খুবই ভালো মনের মানুষ

আপনার শখ এবং কাজের ধরন গুলো শুনে মনে হয়েছে আপনি খুবই ক্রিয়েটিভ এবং ইন্টেলিজেন্টের একজন মানুষ।

আমি কিন্তু খুবই আন ক্রিয়েটিভ পারসন,
বেশি বুদ্ধি সম্পূর্ণ কাজ আমার দ্বারা হয় না
আমি বাবা শান্তশিষ্ট চুপচাপ একজন মানুষ,
কিন্তু যার সাথে আমার বন্ডিং ভালো শুধু তারা জানে আমি কত চঞ্চল, আর কত বাচাল 😅

রিসেন্টলি আমি আমার সকল সোশ্যাল মিডিয়া আনইন্সটল করে দিয়েছি
স্ক্রল করতে করতে আসলে প্রচুর সময় ব্যয় হয় যার কোনো হিসাব নেই,
স্ক্রিন টাইম কমিয়ে প্রোডাক্টিভ একটা লাইফ স্টাইল করতে চাচ্ছি।

★12th fail মুভিটা আমিও দেখেছি আর তারপর ই খাতা কলম বের করে নিজের জন্য রুটিন লিখে ফেলেছি,
দেখা যাক এই মোটিভেশান কত দিন টিকতে পারে

★আপনি বলেছেন আপনি উর্দু লিখতে পারেন এবং হিন্দি ও।
অন্য ভাষায় লিখতে পারার দক্ষতা বাড়ানোর জন্য আপনি এই দুটি ভাষাকে কেন পছন্দ করলেন??
যদিও আমিও উর্দু পড়তে পারি এবং হিন্দি টুকটাক লিখতে পারি,
আমি ফোর্থ  স্ট্যান্ডার পর্যন্ত যেখানে পড়াশোনা করেছি সেখানে উর্দু কম্পলসারি সাবজেক্ট ছিল

এ বছরে মনে হচ্ছে না যে শীত টা একটু বেশি পড়েছে?
আমি আমার জীবনের ১৮ টা বছর যে বাড়িতে কাটিয়েছি এখন বর্তমানে আমি সে বাড়িতে নেই।

এ বাড়িতে শীতের সকাল উপভোগ করার মত কিছু নেই,
পুরনো বাড়িতে শীতের সকাল মানেই মন ভালো হয়ে যেত।
ইদানিং বেশিরভাগ সময় আমার পুরনো বাড়ির কথা চিন্তা করতে করতেই কাটে।

আপনার সব থেকে পছন্দের সিজন কোনটি?

★আমার মাথায় কিছু এলোমেলো প্রশ্ন ঘুরাঘুরি করছে,
সেগুলো একজায়গায় করে প্রশ্ন গুলো করছি যাতে করে আপনাকে আরও একটু জানা যায়।

১. কোন কাজের মাধ্যমে আপনি আপনার দিন শুরু করতে পছন্দ করেন?

২. আপনার সবথেকে পছন্দের একটা উক্তি সম্পর্কে বলুন।

৩. আপনাকে যদি বলা হয় সারাজীবন আপনি শুধু একটি মাত্র গান শুনতে পারবেন
সেই গানটি কোনটি হবে??

৪. আমাদের ছোটবেলায় আমরা অনেকগুলো দিন পার করে এসেছি কিন্তু মাত্র ছোটখাটো ও স্মরণীয় কিছু কিছু বিষয় আমাদের মস্তিষ্ক মনে রেখেছে,
সে বিষয়গুলোর স্মৃতিচারণ করে কিছু লিখুন।

৫. আপনার জীবনের মজার একটা ঘটনার কথা শেয়ার করুন

ক্লাস থ্রির প্রশ্নপত্র মনে হচ্ছে হয়তো  😅

আমি খুবই দ্রুত যখন প্রোডাক্টটিভ রুটিন মেনটেন করব তখন আমার সারাদিনের ব্যাপারে আমি একটু সারাংশ লিখবো
আপনিও আপনার দিন সম্পর্কে আমাকে লিখলে সে বিষয়ে পড়তে আমার খুব ভালো লাগে।

আজকে এই পর্যন্তই, আমি আপনার পরবর্তী পত্রের অপেক্ষায়  থাকবো

ভালো থাকুন, হাসি খুশি থাকুন এবং নিজের যত্ন নিয়েন

মিমি


No comments

The Prophecy Teaser Trailer

https://youtu.be/Vmwe_wg-65c?si=TLMCyd0LHFcqL4ck Here comes a project from me and my new team oceans studio  

Powered by Blogger.