কার জন্য লেখা?
কার জন্য লেখা?
এই লেখাটি তোমার জন্য নয়।
তবুও তুমি পড়ছো।
আবৃত্তি করার চেষ্টা করছো।
ছন্দ মেলাতে গিয়ে আটকে আছো কোথাও যেন।
এই লেখাটি তবুও তোমার নয়।
তোমার জন্য নয়।
তুমি পড়ছো, তোমার হাসি পাচ্ছে হয়তোবা।
পাক গে, তবুও এই লেখাটি তোমার জন্য নয়।
এই লেখাটি আমি লিখেছি আমার প্রিয় মানুষটির জন্য।
এই লেখাটি সে পড়ছে।
হাসছে, মনে মনে ভাবছে।
তবুও সে দূরে কোথাও।
তবুও সে দূরে।
এই লেখাটি তোমার জন্য নয়,
তবে আমার প্রিয় মানুষটির জন্য।
হতে পারে সেই প্রিয় মানুষটি তুমি!
হতে পারে এই লেখাটি তোমার জন্য।
কিন্তু, এই লেখাটি তোমার জন্য নয়।
তবে আমার হতে পারা প্রিয় মানুষটির জন্য।
তোমাকে ধন্যবাদ, আমার লেখাটি পড়লে তবুও।
আমার প্রিয় মানুষটি হলে হয়তোবা।
হতে পারে, হতে পারে।
ওহ হোওওও! এই লেখাটি তোমার জন্য নয়!
প্রিয় মানুষটির জন্য, যেটা তুমি, তুমি আর তুমি.......
-
No comments