বনলতার চলে যাওয়া
বনলতার চলে যাওয়া
যেমন করে জন্মেছিলে মনের গভীর কোনে।
তেমন করেই থাকতে যদি তুমি।
হঠাৎ করে উধাও হয়ে অস্থির করে দিলে।
অস্থিরতায় আজও থাকি আমি।
তোমার জন্ম আর কি হবে আমার ভেতর পানে?
আমি শুধু তোমায় রাখি, বুঝবে কবে তুমি!
ডায়রিটা মোর চুরি করে নিও।
যেমন করে জন্মেছিলে মনের গভীর কোনে।
তেমন করে থাকতে যদি তুমি৷
গভীর রাতে তোমার কথা ভাবতে হতো না আর।
আলিঙ্গনে থাকতে শুধু তুমি।
আমার হয়ে থাকতে শুধু তুমি।
ফুলগুলো সব মলিন হয়ে আমার দিকে তাকায় প্রিয়।
ফুলগুলোকে বারণ করি খুব।
তোমায় ছাড়া তারাও ধূসর,
পাই না তারা রূপ।
অতীতেরা বাস্তব হয়ে চোখের মাঝে ভাসে।
ওই দেখা যায় তোমার মুখটি, আছে হাসি উল্লাসে।
স্নিগ্ধ রূপে মোহিত হলাম, আটকে গেলাম আমি।
সবুজ মনে তুমি সবখানে, তুমিময় এই জমি।
যেমন করে জন্মেছিলে মনের গভীর কোনে।
তেমন করেই থাকতে যদি তুমি!
তেমন করে বাসতে যদি ভালো।
তেমন করেই বাসতে যদি ভালো।

No comments