তুই ছাড়া
(একটি গান বন্ধু হারানোর ৫ বছর পর লিখলাম)
বন্ধু তুই
আমায় ছাড়া
থাকিস কেমন করে?
আমি তো
পারছি না রে
থকতে তোকে ছেড়ে।
আমার কান্না আসছে,
কাঁদতে পারছি না।
আমার হৃদয় ফাটছে,
আমি থামাতে পারছিনাআআআআ।
বন্ধু ফিরে আয়,
ফিরে আয়,
ফিরে আয় আবার।
কষ্ট হচ্ছে খুব,
খুব বেশি আমার।
বন্ধু তুই
কত কাছের
কত পাশের ছিলি।
সবই কি
মিথ্যা ছিল?
যা কিছু আমায় দিলি!
তারপরও কেন চলে যাওয়া তোর?
হচ্ছে না রে আমার মনে ভোর।।
আমার কান্না আসছে,
কাঁদতে পারছি নাআআআআআ,
আমার হৃদয় ফাটছে,
আমি থামাতে পারছি নাআআ।।

No comments