উপমার কী উপমা!



আছে কি উপমা তার?


আমরা উপমা দিতে ভালোই পারি,
কিন্তু সেটা কতখানি  তা কি আমরা জানি?
গতকাল আমার পাঁচ বছরে পা রাখা ছেলে আমায় একটা প্রশ্ন করল ।
"বিধাতা দেখতে কার মতো বাবা? "
ভেবেছিলাম প্রশ্ন ভারী সোজা,
কিন্তু উত্তর দিতে গিয়ে আটকে গেলো চোয়াল।
বিধাতা দেখতে বাতাসের মতো!
যা দেখা যায় না অথচ অনুভবে ঠিক থাকে!
ছেলে বলল, কই? অনুভবে যে পাই না তাকে!
পরে বললাম, "বিধাতা দেখতে তড়িৎ সম,
অনুভব দেখা দুটোই যায় না অথচ তবুও আছে।
ছেলে বলল, তড়িৎ তো বেজায় শত্রু,
মেরে ফেলে যাকে তাকে।
বিধাতা কেমন সেই উপমা  এতোই নিঠুর দিচ্ছো বাবা?
বলো না ভেবে ভালো করে,
বিধাতা কেমন বাবা?
বিধাতা মূলত বিধাতার মতো,
রহস্য ভরা খোকা,
তাকে পেতে হলে ছাড়তে হবে দুনিয়ার শতো ধোঁকা।
বিধাতা কেমন জানতে হলে ভালোবাসতে হবে তাকে।
বিধাতা কেমন জানতে হলে মানতে হবে তাকে।
বিধাতা কেমন প্রশ্নটা আর করবি না আমাকে।
বিধাতা কোথায় খোঁজে বের কর,
খোঁজতে বল নিজেকে।

No comments

The Prophecy Teaser Trailer

https://youtu.be/Vmwe_wg-65c?si=TLMCyd0LHFcqL4ck Here comes a project from me and my new team oceans studio  

Powered by Blogger.