💖
মানুষের ভীড়ে অথবা শূন্যতায়,
কেবল তোমাকে খুঁজেছে আমার চোখ।
শত হাজার হাতের মাঝে, আমার হাত
কেবল তোমার হাত ধরতে মরিয়া।
এতো সুহৃদয়ীর মাঝে,
আমার হৃদয় শুধু তোমার হৃদয় চেয়েছে প্রতিটা বার।
তুচ্ছ করেছি অসংখ্যজনের গোলাপ,
কেবল তোমার কাছ থেকে নেবো বলে।
আমার গন্তব্য, লক্ষ্য গন্তব্য ফেলে কেবল
তোমার জন্য হেঁটে চলে প্রতিনিয়ত।
No comments