ভেতর বাহিরের খেলা
তুই যার কাঁধে মাথা এলিয়ে দিস!
তার কাঁধ কি আদৌও পেয়েছিস?
তার সাথে কি হাঁটা হয়েছে ভোরে?
দুজন দুজনের দুটি হাত ধরে ধরে!
হয়েছে কি চোখে চোখে মহাবিশ্বের গল্প?
দেখেছিস কি তার ভেতরে তোর প্রতি প্রেম অল্প?
তুই যার জন্যে ভালোবেসে ফুল কুড়ুস!
সে কি আদৌ তোর স্বপ্নের পুরুষ?
সে কি তোর অপেক্ষাতে থাকে?
সে কি তোর প্রতি প্রেমের কাব্য লেখে?
তুই যার জন্য লজ্জাবতী কন্যা,
তার মাঝে কি
আছে তোর লাগি ভালোবাসার সে বন্যা?
তোদের মাঝে কি গভীরতা হয়েছে প্রচুর?
নাকি হয়েছে ভালোবাসারই ঘোর?
কোনটা হয়েছে কোনটা হয়নি বলতো!
নাকি জানিস না কিভাবে সবই জ্যান্ত?
হা হা,
তুই যার লাগি বক্ষে রাখিস প্রেম।
তার হৃদয়ে পড়ুক প্রেমের জ্যাম।
তোর জন্য কাঁদুক তার চোখ।
দুহাত তোলে বাড়িয়ে দিক তার প্রশস্ত বুক।
শুধুমাত্র তোর দিকে,
শুধুমাত্র তোর হোক সে।
শুভ কামনা তোর জন্য।
শুভ কামনা, শুভ কামনা।
No comments